logo

About Us

About College Fair

We help Making your
dream into Reality

উচ্চমাধ্যমিক কিমবা গ্রাজুয়েশনের পর ছাত্র ছাত্রীরা ভিন্ন ভিন্ন কোর্সের জন্য বিভিন্ন প্রাইভেট কলেজে ভর্তি হয় ।

কিন্তু ভর্তির সময় তাদের কাছে বিভিন্ন কলেজের নাম, ঠিকানা, পরিকাঠামো, কোর্স ফিস সম্পর্কে তথ্য না থাকায় তারা যাচাই করার সুযোগ পায় না । ফলে বেশিরভাগ ক্ষেত্রে তাদের কোর্স ফিস অনেক বেশি পড়ে যায় ।

collegefair.in-এ বিভিন্ন কোর্সের জন্য পশ্চিমবঙ্গের প্রায় 2371 টি কলেজের details দেওয়া আছে ।

যেখান থেকে student-রা সহজেই নিজেদের পছন্দের কোর্স, জেলা, কলেজ সিলেক্ট করে নিতে পারবে । ফোন করে নিজেরাই জেনে নিতে পারবে কোন কলেজের কোর্স ফিস কত, কার পরিকাঠামো কেমন ! অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেই বেছে নিতে পারবে কম কোর্স ফিসে নিজের জন্য সেরা কলেজটিকে ।

Search College :

ছাত্র ছাত্রীরা Home page এ গিয়ে Search College বাটন টা Click করে - কোর্সের নাম, district select করে search করলেই সমস্ত কলেজের details পেয়ে যাবে ।

Support / Help :

কোনো ছাত্র-ছাত্রীর যদি search বাটনে গিয়ে কলেজ search করার পরও কোনো কিছু জিজ্ঞাস্য থাকে, যদি কারো কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হয়; তাহলে তারা এই Support/Help বাটনে click করে তার প্রয়োজনীয়তার কথা লিখে আমাদের send করতে পারে । আমরা যথা শীঘ্র সম্ভব তা সমাধানের চেষ্টা করবো ।